মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪৩৩
৩. প্রথম অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৩৩। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুল পরিপাটি করা অবস্থায় দেখিয়াছি। — বুখারী
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُلَبِّدًا. رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

উকুন অথবা অন্য কোন শির ব্যাধি হইতে নিরাপদে থাকার জন্য এক প্রকার আঠালো বস্তু দ্বারা চুলকে পরিপাটি করিয়া রাখাকে তালবীদ বলে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান