মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪২৯
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. প্রথম অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪২৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন আল্লাহর লা'নত সেই পুরুষদের উপর যাহারা নারী সাদৃশ্যতা ধারণ করে এবং সেই সকল নারীদের উপর যাহারা পুরুষ সাদৃশ্যতা ধারণ করে।বুখারী
كتاب اللباس
وَعَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَعَنَ اللَّهُ الْمُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ والمتشبِّهات من النِّسَاء بِالرِّجَالِ» . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
এখানে পর পর উভয় হাদীসের মর্মার্থ একই। তবে প্রথম হাদীসে নবীর লা'নত এবং দ্বিতীয় হাদীসে স্বয়ং আল্লাহর লা'নত বলিয়া উল্লেখ করা হইয়াছে।