মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪২৮
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. প্রথম অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪২৮। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম, নারী সাদৃশ্যতা গ্রহণকারী পুরুষ এবং পুরুষ সাদৃশ্যতা গ্রহণকারিণী নারীদের উপর অভিসম্পাত করিয়াছেন এবং বলিয়াছেন তাহাদিগকে তোমাদের ঘর হইতে বাহির করিয়া দাও। -বুখারী
كتاب اللباس
وَعَن ابْن عَبَّاس قَالَ: لعن الله الْمُخَنَّثِينَ مِنَ الرِّجَالِ وَالْمُتَرَجِّلَاتِ مِنَ النِّسَاءِ وَقَالَ: «أخرجوهم من بُيُوتكُمْ» . رَوَاهُ البُخَارِيّ