মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪০৪
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
১. তৃতীয় অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৪০৪। হযরত ওকবা ইবনে আমের (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) অলংকার ও রেশমী কাপড় ব্যবহারকারীদিগকে এই বলিয়া নিষেধ করিতেন যে, যদি তোমরা বেহেশতের অলংকার ও উহার রেশম পরিধান করাকে পছন্দ কর, তবে এইগুলি দুনিয়াতে পরিধান করিও না। —নাসায়ী
كتاب اللباس
الْفَصْل الثَّالِث
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كانَ يمنعُ أهلَ الْحِلْيَةَ وَالْحَرِيرَ وَيَقُولُ: «إِنْ كُنْتُمْ تُحِبُّونَ حِلْيَةَ الْجَنَّةِ وَحَرِيرَهَا فَلَا تَلْبَسُوهَا فِي الدُّنْيَا» . رَوَاهُ النَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
এইগুলি বেহেশতে পরিধান করা পছন্দ কর—এর মানে হইল, যদি বেহেশতে যাইতে চাও, তবে দুনিয়াতে এইগুলি ব্যবহার করিও না। (এই নিষেধাজ্ঞা পুরুষদের জন্য।)