মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪০৫
১. তৃতীয় অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৪০৫। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) একটি আংটি (মোহর) প্রস্তুত করাইলেন এবং উহা পরিলেন। পরে (সাহাবীদিগকে লক্ষ্য করিয়া) বলিলেনঃ এই আংটিটি আজ আমাকে তোমাদের হইতে গাফেল (অন্য মনস্ক) করিয়া রাখিয়াছে। ফলে আমি কখনো আংটির দিকে তাকাই আবার কখনো তোমাদের দিকে। অতঃপর তিনি আংটিটি খুলিয়া ফেলিলেন।—নাসায়ী
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ خَاتَمًا فَلَبِسَهُ قَالَ: «شَغَلَنِي هَذَا عَنْكُمْ مُنْذُ الْيَوْمَ إِلَيْهِ نَظْرَةٌ وإِليكم نظرة» ثمَّ أَلْقَاهُ. رَوَاهُ النَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
হুযুরের জন্য প্রথমে স্বর্ণের আংটি (মোহর) বানান হইয়াছিল, সম্ভবত উহাই ফেলিয়া দিয়াছেন।
