মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪০৩
১. দ্বিতীয় অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৪০৩। হযরত হুযায়ফা (রাঃ) এর ভগ্নী হইতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) (মহিলাদিগকে সম্বোধন করিয়া) বলিয়াছেনঃ হে মহিলা সম্প্রদায়! -তোমাদের জন্য ইহা কি যথেষ্ট নহে যে, তোমরা কেবলমাত্র রূপার দ্বারা অলংকার তৈয়ার করিবে? সাবধান! তোমাদের যে মহিলা সোনার অলংকার প্রস্তুত করিবে এবং উহা বেগানা পুরুষদের মধ্যে প্রকাশ করিয়া বেড়াইবে, তজ্জন্য তাহাকে কঠোর শাস্তি দেওয়া হইবে। —আবু দাউদ ও নাসায়ী
وَعَن أُخْت لِحُذَيْفَة أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَا مَعْشَرَ النِّسَاءِ أَمَا لَكُنَّ فِي الْفِضَّةِ مَا تُحَلَّيْنَ بِهِ؟ أَمَا إِنَّهُ لَيْسَ مِنْكُنَّ امْرَأَةٌ تُحَلَّى ذَهَبًا تُظْهِرُهُ إِلَّا عُذِّبَتْ بِهِ» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

আল্লামা বাগাবী বলিয়াছেন, আবু মুসা আশআরী (রাঃ) বর্ণিত—
أحل الذهب والحرير للإناث من أمتي হাদীস দ্বারা আলোচ্য হাদীসটি মানসুখ হইয়া গিয়াছে। অথবা রূপার অলঙ্কার সাধারণত যাকাতের নেছাব পরিমাণ পৌঁছে না বিধায় ইহার অনুমতি দেওয়া হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান