মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪০২
১. দ্বিতীয় অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৪০২। হযরত আসমা বিনতে ইয়াযিদ (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে নারী গলায় সোনার হার পরিধান করিল, কিয়ামতের দিন তাহার গলায় অনুরূপ আগুনের হার পরিধান করানো হইবে। আর যে নারী স্বীয় কানের মধ্যে সোনার বালি পরিধান করিবে, কিয়ামতের দিন তাহার কানে উহার অনুরূপ আগুনের বালি পরানো হইবে। —আবু দাউদ ও নাসায়ী
وَعَن أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَيُّمَا امْرَأَةٍ تَقَلَّدَتْ قِلَادَةً مِنْ ذَهَبٍ قُلِّدَتْ فِي عُنُقِهَا مِثْلُهَا مِنَ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ وَأَيُّمَا امْرَأَةٍ جَعَلَتْ فِي أُذُنِهَا خُرْصًا مِنْ ذَهَبٍ جَعَلَ اللَّهُ فِي أُذُنِهَا مِثْلَهُ مِنَ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

আল্লামা খাত্তাবী বলেন, ইহা ইসলামের প্রথম যুগের কথা। পরে এই বিধান মানসুখ হইয়া গিয়াছে এবং নারীদের জন্য স্বর্ণের অলঙ্কার জায়েয করা হইয়াছে। অথবা সেই সমস্ত নারীদের সম্পর্কে বলা হইয়াছে, যাহারা ইহার যাকাত আদায় করে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান