মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪০১
১. দ্বিতীয় অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৪০১। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত যে, রাসুলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি তাহার কোন প্রিয়জনকে আগুনের কড়া পরানো পছন্দ করে, সে যেন তাহাকে স্বর্ণের কড়া পরায়। এবং যে ব্যক্তি তাহার কোন প্রিয়জনকে আগুনের হার পরানো পছন্দ করে, সে যেন তাহাকে স্বর্ণের হার পরায়। আর যে ব্যক্তি তাহার কোন প্রিয়জনকে আগুনের বালা পরানো পছন্দ করে, সে যেন তাহাকে সোনার বালা পরায়। তবে তোমরা চান্দি ব্যবহার করিতে পার, ইহাতে বাধা নাই। –আবু দাউদ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَحَبَّ أَنْ يُحَلِّقَ حَبِيبَهُ حَلَقَةً مِنْ نَارٍ فَلْيُحَلِّقْهُ حَلَقَةً مِنْ ذَهَبٍ وَمَنْ أَحَبَّ أَنْ يُطَوِّقَ حَبِيبَهُ طَوْقًا مِنْ نَارٍ فَلْيُطَوِّقْهُ طَوْقًا مِنْ ذَهَبٍ وَمَنْ أَحَبَّ أَنْ يُسَوِّرَ حَبِيبَهُ سِوَارًا مِنْ نَار فليسوره مِنْ ذَهَبٍ وَلَكِنْ عَلَيْكُمْ بِالْفِضَّةِ فَالْعَبُوا بِهَا» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
পুরুষদের জন্য স্বর্ণের যে কোন প্রকারের অলংকার ব্যবহার করা হারাম। অবশ্য মহিলাদের জন্য জায়েয। তবে পুরুষের জন্য শুধু আংটি, তরবারি বাঁধাই ইত্যাদিতে রূপা ব্যবহার জায়েয।
