মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪০০
১. দ্বিতীয় অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৪০০। হযরত আব্দুর রহমান ইবনে তারাফা হইতে বর্ণিত যে, কুলাবের যুদ্ধে তাঁহার দাদা আরফাজা ইবনে আসআদের নাক কাটা গিয়াছিল। তিনি রূপার দ্বারা একটি নাক তৈয়ার করিয়াছিলেন। ফলে উহাতে দুর্গন্ধ দেখা দিল। অতঃপর নবী (ﷺ) তাঁহাকে স্বর্ণের নাক তৈয়ার করিতে নির্দেশ করিলেন। —তিরমিযী, আবু দাউদ ও নাসায়ী
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ طَرَفَةَ أَنَّ جَدَّهُ عَرفجةَ بن أسعد قُطِعَ أَنْفُهُ يَوْمَ الْكُلَابِ فَاتَّخَذَ أَنْفًا مِنْ وَرِقٍ فَأَنْتَنَ عَلَيْهِ فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَتَّخِذَ أَنْفًا مِنْ ذَهَبٍ. رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীসের ভিত্তিতে ওলামাগণ বলেন, নাক ও দাঁত ইত্যাদি স্বর্ণের দ্বারা বাঁধান জায়েয।
