মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৩৯৯
১. দ্বিতীয় অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৩৯৯। হযরত আব্দুর রহমান ইবনে হায়্যান আনসারীর আযাদকৃত দাসী বুনানাহ্ হইতে বর্ণিত, তিনি বলেন, একদা তিনি (দাসী) হযরত আয়েশা (রাঃ)-এর নিকট উপস্থিত ছিলেন। এমন সময় হযরত আয়েশার নিকট একটি ছোট মেয়ে আনা হইল, তাহার পরনে ছিল ঝুমঝুমি এবং উহা বাজিতেছিল। (ঐ মেয়েটিকে যেই মহিলা আনিয়াছিল, তাকে লক্ষ্য করিয়া) হযরত আয়েশা (রাঃ) বলিলেন, তাহার ঝুমঝুমিটি না কাটিয়া ফেলা পর্যন্ত তুমি উহাকে ঢুকাইও না। আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, যেই ঘরে বাদ্য থাকে সেই ঘরে (রহমতের) ফিরিশতা প্রবেশ করেন না। –আবু দাউদ
وَعَنْ بُنَانَةَ مَوْلَاةِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَيَّانَ الْأنْصَارِيّ كانتْ عندَ عائشةَ إِذْ دُخِلَتْ عَلَيْهَا بِجَارِيَةٍ وَعَلَيْهَا جَلَاجِلُ يُصَوِّتْنَ فَقَالَتْ: لَا تُدْخِلُنَّهَا عَلَيَّ إِلَّا أَنْ تُقَطِّعُنَّ جَلَاجِلَهَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ أَجْرَاس» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
যেই সব ঘরে আধুনিক কালের আবিষ্কার - রেডিও, টেলিভিশনের মাধ্যমে হরদম গান বাদ্য ইত্যাদি নির্দ্বিধায় চলিতেছে, তাহারাও হাদীসের আওতায় পড়িবে তাহাতে কোন সন্দেহ নাই।
