মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৩৯৮
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
১. দ্বিতীয় অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৩৯৮। হযরত ইবনে যুবায়র (রাঃ) হইতে বর্ণিত, একদা তাহাদের আযাদকৃত এক দাসী যুবায়রের একটি কন্যাকে লইয়া হযরত ওমর ইবনুল খাত্তাবের নিকট গেল। সেই সময় মেয়েটির পায়ে বাঁধা ছিল ঝুমঝুমি। তখন হযরত ওমর ঝুমঝুমিটি কাটিয়া ফেলিলেন এবং বলিলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেনঃ প্রত্যেক বাজনার সাথে শয়তান থাকে। –আবু দাউদ
كتاب اللباس
وَعَن ابنِ الزبيرِ: أَنَّ مَوْلَاةً لَهُمْ ذَهَبَتْ بِابْنَةِ الزُّبَيْرِ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ وَفِي رِجْلِهَا أَجْرَاسٌ فَقَطَعَهَا عمر وَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَعَ كُلِّ جَرَسٍ شَيْطَانٌ» . رَوَاهُ أَبُو دَاوُد