মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৩৯৭
১. দ্বিতীয় অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৩৯৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, নবী (ﷺ) দশটি অভ্যাসকে (কাজকে) অপছন্দ করিতেন। (১) সুগন্ধি (জা'ফরান ইত্যাদি দ্বারা প্রস্তুতকৃত) হলুদ রং। (২) (সাদা চুল উঠাইয়া অথবা কালো খেজাব লাগাইয়া) বার্ধক্য পরিবর্তন করা। (৩) ইযার ঝুলাইয়া পরা। (৪) স্বর্ণের আংটি ব্যবহার করা। (৫) পরপুরুষের সম্মুখে স্বীয় সাজ-সৌন্দর্য প্রকাশ করা। (৬) গুটি খেলা করা। (৭) সূরায়ে ফালাক ও সূরায়ে নাস ব্যতীত অন্য কিছু দ্বারা (যাহাতে কুফরী শব্দ রহিয়াছে) মন্তর করা। (৮) (জাহিলী পন্থায় শয়তানের নাম সম্বলিত) তাবিজ গলায় বাঁধা। (৯) অপাত্রে বীর্য প্রবাহিত করা। এবং (১০) শিশু সন্তানের অনিষ্ট করা (অর্থাৎ, স্ত্রীর সাথে সহবাস করা যাহাতে সে পুনরায় গর্ভধারণ করে। ফলে দুগ্ধপোষ্য শিশুটির খাদ্য দুধ কমিয়া যায়)। অবশ্য হুযূর (ﷺ) ইহাকে হারাম বলেন নাই। –আবু দাউদ ও নাসায়ী
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكْرَهُ عَشْرَ خِلَالٍ: الصُّفْرَةَ يَعْنِي الخلوق وتغييرَ الشيب وجر الأزرار وَالتَّخَتُّمَ بِالذَّهَبِ وَالتَّبَرُّجَ بِالزِّينَةِ لِغَيْرِ مَحِلِّهَا وَالضَّرْبَ بِالْكِعَابِ وَالرُّقَى إِلَّا بِالْمُعَوِّذَاتِ وَعَقْدَ التَّمَائِمِ وَعَزْلَ الْمَاءِ لِغَيْرِ مَحِلِّهِ وَفَسَادَ الصَّبِيِّ غَيْرَ مُحَرِّمِهِ. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান