মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৩৯৬
১. দ্বিতীয় অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৩৯৬। হযরত বুরায়দা (রাঃ) হইতে বর্ণিত, একদা নবী (ﷺ) কাঁসার তৈয়ারী আংটি পরিহিত এক ব্যক্তিকে বলিলেনঃ কি ব্যাপার! আমি যে তোমার নিকট হইতে মূর্তির গন্ধ পাইতেছি? তখন সে আংটিটি খুলিয়া ফেলিয়া দিল। অতঃপর সে লোহার তৈয়ারী একটি আংটি পরিধান করিয়া আসিল। এইবার তিনি বলিলেন, কি ব্যাপার ! আমি যে তোমাকে দোযখীদের অলংকার পরিহিত অবস্থায় দেখিতেছি। এইবারও সে আংটিটি খুলিয়া ফেলিয়া দিল। অতঃপর সে বলিল, ইয়া রাসূলাল্লাহ্! তবে আমি কিসের আংটি তৈয়ার করিব? তিনি বলিলেন, রূপার দ্বারা। কিন্তু উহার পরিমাণ যেন এক মিসকাল হইতে কম হয় । —তিরমিযী, আবু দাউদ ও নাসায়ী। ইমাম মহিউসসুন্নাহ্ বলেন, হযরত সাহল ইবনে সা'দ (রাঃ) হইতে নারীদের মহর সংক্রান্ত অধ্যায়ে একটি সহীহ্ হাদীস বর্ণিত আছে যে, নবী (ﷺ) এক ব্যক্তিকে বলিয়াছেন, বিবির মহর আদায়ের জন্য কোন জিনিস খোঁজ করিয়া দেখ। যদি কিছুই না পাও, অন্তত লোহার একটি আংটি হইলেও লইয়া আস।
وَعَنْ بُرَيْدَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ عَلَيْهِ خَاتَمٌ مِنْ شَبَهٍ: «مَا لِي أَجِدُ مِنْكَ رِيحَ الْأَصْنَامِ؟» فَطَرَحَهُ ثُمَّ جَاءَ وَعَلَيْهِ خَاتَمٌ مِنْ حَدِيدٍ فَقَالَ: «مَا لِي أَرَى عَلَيْكَ حِلْيَةَ أَهْلِ النَّارِ؟» فَطَرَحَهُ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ مِنْ أَيِّ شَيْءٍ أَتَّخِذُهُ؟ قَالَ: «مِنْ وَرِقٍ وَلَا تُتِمَّهُ مِثْقَالا» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান