মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৩৭৬
তৃতীয় অনুচ্ছেদ
৪৩৭৬। হযরত আব্দুল ওয়াহেদ ইবনে আয়মান (রাঃ) তাঁহার পিতা হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেন, আমি এক সময় হযরত আয়েশা (রাঃ)-এর কাছে গেলাম। দেখিলাম, তিনি পাঁচ দিরহাম মূল্যের মোটা সূতার একটি কামিজ পরিধান করিয়া আছেন। তিনি বলিলেন, আমার এই দাসীটাকে একটু চোখ তুলিয়া দেখ, (বাহিরের তো প্রশ্নই উঠে না) বাড়ীতেও সে ইহা ব্যবহার করিতে অস্বীকার করে। অথচ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যুগে আমার ঐ রকমই একটি কামিজ ছিল, মদীনার কোন মেয়েকেই যখন (বিবাহ উপলক্ষে) সাজানো হইত, তখন লোক পাঠাইয়া আমার নিকট হইতে উহা আরিয়াত নিয়া যাইত। —বুখারী
وَعَنْ عَبْدِ الْوَاحِدِ بْنِ أَيْمَنَ عَنْ أَبِيهِ قَالَ: دَخَلَتْ عَلَى عَائِشَةَ وَعَلَيْهَا دِرْعٌ قِطْرِيٌّ ثَمَنُ خَمْسَةِ دَرَاهِمَ فَقَالَتْ: ارْفَعْ بَصَرَكَ إِلَى جَارِيَتِي انْظُرْ إِلَيْهَا فَإِنَّهَا تُزْهَى أَنْ تَلْبَسَهُ فِي البيتِ وَقد كَانَ لِي مِنْهَا دِرْعٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا كَانَتِ امْرَأَةٌ تُقَيَّنُ بِالْمَدِينَةِ إِلَّا أَرْسَلَتْ إِلَيَّ تَسْتَعِيرُهُ. رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, উহার চাইতে উৎকৃষ্ট পোশাক (কামিজ) আর তখন মদীনায় ছিল না। পক্ষান্তরে ইহাও বুঝা যাইতেছে যে, বিবাহের সময় বর-কনেকে সাজানোর জন্য অন্যের নিকট হইতে জামা-কাপড় ইত্যাদি ধার লওয়া জায়েয।
tahqiqতাহকীক:তাহকীক চলমান