মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৩৭৭
তৃতীয় অনুচ্ছেদ
৪৩৭৭। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) একটি রেশমী কাবা (আলখেল্লা) পরিধান করিলেন, যাহা তাঁহাকে হাদিয়া দেওয়া হইয়াছিল। অতঃপর তিনি অতি সত্ত্বর উহাকে খুলিয়া ফেলিলেন এবং হযরত ওমর (রাঃ)-এর কাছে পাঠাইয়া দিলেন। তখন তাহাকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলাল্লাহ্! আপনি এত জলদি উহা খুলিয়া ফেলিলেন। তিনি বলিলেনঃ (এইমাত্র) হযরত জিবরাঈল (আঃ) আমাকে উহা পরিধান করিতে নিষেধ করিয়াছেন। পরে হযরত ওমর (রাঃ) কাঁদিতে কাঁদিতে আসিয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনি একটি জিনিস অপছন্দ করিলেন আর উহা আমাকে প্রদান করিলেন। সুতরাং আমার অবস্থা কি হইবে? তখন তিনি বলিলেন, মূলত আমি উহা তোমাকে পরিধান করার উদ্দেশ্যে দেই নাই; বরং উহা তোমাকে দিয়াছি যাহাতে তুমি উহা বিক্রয় করিয়া উপকৃত হও। হযরত ওমর (রাঃ) দুই হাজার দিরহামের বিনিময়ে উহা বিক্রয় করিলেন । —মুসলিম
وَعَنْ جَابِرٍ قَالَ: لَبِسَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا قَبَاءَ دِيبَاجٍ أُهْدِيَ لَهُ ثُمَّ أَوْشَكَ أَنْ نَزَعَهُ فَأَرْسَلَ بِهِ إِلَى عُمَرَ فَقِيلَ: قَدْ أَوْشَكَ مَا انْتَزَعْتَهُ يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «نهاني عَنهُ جبريلُ» فَجَاءَ عُمَرُ يَبْكِي فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ كرهتَ أَمْرًا وَأَعْطَيْتَنِيهِ فَمَا لِي؟ فَقَالَ: «إِنِّي لَمْ أُعْطِكَهُ تَلْبَسُهُ إِنَّمَا أَعْطَيْتُكَهُ تَبِيعُهُ» . فَبَاعَهُ بِأَلْفَيْ دِرْهَم. رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
আহলে সুন্নত ওয়াল জামাআতের ঐক্যমত যে, নবীগণ মা'ছুম তথা নিষ্পাপ। ভুলবশত কোন অন্যায় হইয়া গেলেও উহাতে দীর্ঘক্ষণ বহাল বা স্থির রাখা হয় না। সঙ্গে সঙ্গেই সংশোধন করিয়া দেওয়া হয়। অত্র হাদীসে ইহাও প্রমাণিত হইল; যে জিনিস সরাসরি ব্যবহার করা জায়েয নাই, উহার বিক্রয়লব্ধ অর্থ ভোগ করা জায়েয।
