মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৩৭৫
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ
৪৩৭৫। হযরত আলকামা ইবনে আবু আলকামা তাহার মাতা হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেন, একদা হাফ্ছা বিনতে আব্দুর রহমান একখানা খুব পাতলা ওড়না পরিহিত অবস্থায় হযরত আয়েশা (রাঃ)-এর নিকট গেলেন। তখন হযরত আয়েশা (রাঃ) উক্ত পাতলা ওড়নাখানা ছিঁড়িয়া ফেলিলেন এবং তাহাকে একখানা মোটা ওড়না পরাইয়া দিলেন। —মালেক
كتاب اللباس
وَعَنْ عَلْقَمَةَ بْنِ أَبِي عَلْقَمَةَ عَنْ أُمِّهِ قَالَتْ: دَخَلَتْ حَفْصَةُ بِنْتُ عَبْدِ الرَّحْمَنِ عَلَى عَائِشَةَ وَعَلَيْهَا خِمَارٌ رَقِيقٌ فَشَقَّتْهُ عَائِشَةُ وَكَسَتْهَا خمارا كثيفا. رَوَاهُ مَالك