মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৩৭৫
তৃতীয় অনুচ্ছেদ
৪৩৭৫। হযরত আলকামা ইবনে আবু আলকামা তাহার মাতা হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেন, একদা হাফ্‌ছা বিনতে আব্দুর রহমান একখানা খুব পাতলা ওড়না পরিহিত অবস্থায় হযরত আয়েশা (রাঃ)-এর নিকট গেলেন। তখন হযরত আয়েশা (রাঃ) উক্ত পাতলা ওড়নাখানা ছিঁড়িয়া ফেলিলেন এবং তাহাকে একখানা মোটা ওড়না পরাইয়া দিলেন। —মালেক
وَعَنْ عَلْقَمَةَ بْنِ أَبِي عَلْقَمَةَ عَنْ أُمِّهِ قَالَتْ: دَخَلَتْ حَفْصَةُ بِنْتُ عَبْدِ الرَّحْمَنِ عَلَى عَائِشَةَ وَعَلَيْهَا خِمَارٌ رَقِيقٌ فَشَقَّتْهُ عَائِشَةُ وَكَسَتْهَا خمارا كثيفا. رَوَاهُ مَالك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৩৭৫ | মুসলিম বাংলা