মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৩৭৪
তৃতীয় অনুচ্ছেদ
৪৩৭৪। হযরত আবু উমামা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) নূতন কাপড় পরিধান করিলেন এবং এই দো'আ পড়িলেন, “আলহামদু লিল্লাহিল্লাযী কাসানী মা উয়ারী বিহী আওরাতী ওয়া আতাজাম্মালু বিহী ফী হায়াতী।” (অর্থঃ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে ঐ পোশাকটি পরিধান করাইয়াছেন, যাহার দ্বারা আমি সতর আবৃত করিতে পারি এবং আমার (সামাজিক) জীবনকে সৌন্দর্যমণ্ডিত করিতে পারি।) অতঃপর তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি নূতন কাপড় পরিধান করিয়া উক্ত দো'আটি পাঠ করে এবং ব্যবহৃত পুরাতন কাপড়খানি সদকা করিয়া দেয়, সে জীবনে এবং মরণে (উভয় অবস্থায়) আল্লাহর পানাহতে আল্লাহর হেফাযতে এবং আল্লাহর আচ্ছাদনে অবস্থান করে। – আহমদ, তিরমিযী ও ইবনে মাজাহ্ । ইমাম তিরমিযী বলিয়াছেন, উক্ত হাদীসটি গরীব।
وَعَن أبي أُمامةَ قَالَ: لَبِسَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ ثَوْبًا جَدِيدًا فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي ثُمَّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: مَنْ لَبِسَ ثَوْبًا جَدِيدًا فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي ثُمَّ عَمَدَ إِلَى الثَّوْبِ الَّذِي أَخْلَقَ فَتَصَدَّقَ بِهِ كَانَ فِي كَنَفِ اللَّهِ وَفِي حِفْظِ اللَّهِ وَفِي سِتْرِ اللَّهِ حَيًّا وَمَيِّتًا . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
