মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৩৭৩
তৃতীয় অনুচ্ছেদ
৪৩৭৩। আবু মতর হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, একদা হযরত আলী (রাঃ) তিন দিরহামে একখানা কাপড় খরিদ করিলেন। যখন তিনি উহা পরিধান করিলেন, তখন এই দোআটি পড়িলেন, “আলহামদু লিল্লাহিল্লাযী রাযাকানী মিনার রিয়াশে মা আতাজাম্মালু বিহী ফিন্নাসে ওয়া উয়ারী বিহী আওরাতী।” (অর্থঃ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে পোশাক দান করিয়াছেন, আমি ইহার দ্বারা লোক সমাজে নিজের সৌন্দর্য প্রকাশ করার প্রয়াস পাইব এবং আমার সতর আবৃত করিব।) অতঃপর তিনি বলিলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এইরূপ বলিতে শুনিয়াছি। – আহমদ
وَعَنْ أَبِي مَطَرٍ قَالَ: إِنْ عَلِيًّا اشْتَرَى ثَوْبًا بِثَلَاثَةِ دَرَاهِمَ فَلَمَّا لَبِسَهُ قَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي رَزَقَنِي مِنَ الرِّيَاشِ مَا أَتَجَمَّلُ بِهِ فِي الناسِ وأُواري بِهِ عورتي» ثُمَّ قَالَ: هَكَذَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُول. رَوَاهُ أَحْمد
হাদীসের ব্যাখ্যা:
নূতন জামা-কাপড় পরিধান করার পর নবী (ﷺ) বিভিন্ন সময় বিভিন্ন দো'আ পাঠ করিয়াছেন। রিয়াশ বহুবচন, এক বচনে রীশোন। অর্থ সৌন্দর্যের পোশাক, যেমন আল্লাহর বাণীঃ
يَا بَنِي آدَمَ قَدْ أَنزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا ۖ وَلِبَاسُ التَّقْوَىٰ
يَا بَنِي آدَمَ قَدْ أَنزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا ۖ وَلِبَاسُ التَّقْوَىٰ
