মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৩৭২
তৃতীয় অনুচ্ছেদ
৪৩৭২। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, একদা (আমার ভগ্নী) আসমা বিনতে আবু বকর (রাঃ) পালা কাপড় পরিহিত অবস্থায় রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট গেলেন। হুযূর (ﷺ) অন্য দিকে মুখ ফিরাইয়া নিলেন এবং বলিলেনঃ হে আস্‌মা। মহিলা যখন বালেগ হয়, তখন তাহার শরীরের কোন অঙ্গ দেখা যাওয়া উচিত নহে, তবে কেবলমাত্র ইহা এবং ইহা—এই বলিয়া তিনি তাঁহার মুখ এবং তাঁহার দুই হাতলীর দিকে ইংগিত করিলেন। —আবু দাউদ
وَعَنْ عَائِشَةَ أَنَّ أَسْمَاءَ بِنْتَ أَبِي بَكْرٍ دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهَا ثِيَاب رقاق فَأَعْرض عَنهُ وَقَالَ: «يَا أَسْمَاءُ إِنَّ الْمَرْأَةَ إِذَا بَلَغَتِ الْمَحِيضَ لَنْ يَصْلُحَ أَنْ يُرَى مِنْهَا إِلَّا هَذَا وَهَذَا» . وَأَشَارَ إِلَى وَجْهِهِ وَكَفَّيْهِ. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

মুখমণ্ডল ও হালী ব্যতীত মহিলাদের সারা শরীর সতর। এমন পাতলা কাপড়ও মহিলাদের জন্য ব্যবহার করা জায়েয নাই, যাহাতে শরীর দেখা যায়। এমন কাপড় পরিয়া ঘরের বাহিরে যাওয়া তো দূরের কথা, ঘরের ভিতরেও ব্যবহার করা নাজায়েয।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৩৭২ | মুসলিম বাংলা