মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৩৬৭
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৩৬৭। হযরত উম্মে সালামা (রাঃ) হইতে বর্ণিত যে, একদা নবী (ﷺ) তাঁহার কাছে আসিলেন। সেই সময় তিনি (উম্মে সালামা) ওড়না পরিহিতা অবস্থায় ছিলেন। তখন তিনি বলিলেনঃ কাপড় দ্বারা এক পেঁচই যথেষ্ট, দুই পেঁচ দেওয়ার প্রয়োজন নাই। —আবু দাউদ
وَعَنْ أُمِّ سَلَمَةَ إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا وَهِيَ تَخْتَمِرُ فَقَالَ: «ليَّةً لَا ليَّتينِ» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৩৬৭ | মুসলিম বাংলা