মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৩৬৬
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৩৬৬। হযরত দাহইয়া ইবনে খালীফা (রাঃ) হইতে বর্ণিত, এক সময় নবী (ﷺ)-এর কাছে কতকগুলি কিবতী (মিসরীয়) কাপড় আনা হইল। তিনি উহা হইতে একখানা কিবতী কাপড় আমাকে প্রদান করিয়া বলিলেনঃ ইহাকে দুই খণ্ড করিয়া লও। এক খণ্ড কাটিয়া জামা তৈয়ার কর এবং অপর খণ্ডটি উড়নী হিসাবে ব্যবহারের জন্য তোমার স্ত্রীকে প্রদান কর। যখন তিনি ফিরিয়া যাইতে লাগিলেন, তখন হুযুর (ﷺ) বলিলেন, তোমার স্ত্রীকে এই নির্দেশও দিবে, যেন সে উহার নীচে অন্য আরেকখানা কাপড় লাগাইয়া লয়, যাহাতে শরীর দেখা না যায়। —আবু দাউদ
وَعَن دِحيةَ بن خليفةَ قَالَ: أَتَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَبَاطِيَّ فَأَعْطَانِي مِنْهَا قُبْطِيَّةً فَقَالَ: «اصْدَعْهَا صَدْعَيْنِ فَاقْطَعْ أَحَدَهُمَا قَمِيصًا وَأَعْطِ الْآخَرَ امْرَأَتَكَ تَخْتَمِرُ بِهِ» . فَلَمَّا أَدْبَرَ قَالَ: «وَأْمُرِ امْرَأَتَكَ أَنْ تَجْعَلَ تَحْتَهُ ثَوْبًا لَا يَصِفُهَا» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

কিবতী—মিসরের তৎকালীন রাজবংশের নাম। এইখানে তথাকার তৈয়ারী কাপড় উহা এক দিকে খুব সাদা, আবার খুব মিহি ও পালা। ওড়না হিসাবে ব্যবহার করিলে মাথার চুল এবং শরীর দেখা যাইবে, তাই উহাতে আস্তর লাগাইতে নির্দেশ দিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৩৬৬ | মুসলিম বাংলা