মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৩৬৫
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৩৬৫। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, একবার আমি নবী (ﷺ)-এর নিকট আসিলাম, সেই সময় তিনি একখানা চাদর দ্বারা এহতাবা অবস্থায় উপবিষ্ট ছিলেন। (অর্থাৎ, নিতম্ব মাটিতে রাখিয়া হাঁটুদ্বয় খাড়া করিয়া একটি কাপড় দ্বারা হাঁটুদ্বয়কে জড়াইয়া বসিয়া ছিলেন) এবং উহার ঝালর তাঁহার পদদ্বয়ের উপর পড়িয়াছিল। —আবু দাউদ
كتاب اللباس
وَعَنْ جَابِرٍ قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُحْتَبٍ بِشَمْلَةٍ قَدْ وَقَعَ هُدْبها على قَدَمَيْهِ. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান