মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৩৬৪
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৩৬৪। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, নবী (ﷺ)-এর জন্য একখানা কালো বর্ণের চাদর তৈয়ার করা হইল। তিনি উহা পরিধান করিলেন। যখন তিনি উহাতে ঘর্মাক্ত হইয়া উঠিলেন এবং পশমের দুর্গন্ধ পাইলেন, তখন উহাকে খুলিয়া ফেলিলেন। – আবু দাউদ
وَعَن عَائِشَة قَالَتْ: صُنِعَتْ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بُرْدَةٌ سَوْدَاءُ فَلَبِسَهَا فَلَمَّا عَرِقَ فِيهَا وَجَدَ ريح الصُّوف فقذفها. رَوَاهُ أَبُو دَاوُد
