মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৩৬৩
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৩৬৩। হযরত হেলাল ইবনে আমের (রাঃ) তাঁহার পিতা হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে মিনায় একটি খচ্চরের উপরে বসিয়া খোবা (ভাষণ দান করিতে দেখিয়াছি। সেই সময় তাঁহার গায়ে ছিল লাল বর্ণের চাদর, আর হযরত আলী (রাঃ) তাঁহার সম্মুখে দাড়াইয়া লোকদিগকে তাঁহার বক্তব্য শুনাইতেছিলেন। (কেননা, মানুষের ভীড়ের দরুন লোকেরা ভাষণ পুরাপুরি শুনিতে পারিতেছিল না।) — আবু দাউদ
وَعَن هلالِ بن عَامر عَن أَبِيه قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِنًى يَخْطُبُ عَلَى بَغْلَةٍ وَعَلَيْهِ بُرْدٌ أَحْمَرُ وَعَلِيٌّ أَمَامَهُ يُعَبِّرُ عَنْهُ. رَوَاهُ أَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

লাল বর্ণের চাদর মানে লাল ডোরা বিশিষ্ট চাদর।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৩৬৩ | মুসলিম বাংলা