মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৩৬২
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৩৬২। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর ইবনে আস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে এমন অবস্থায় দেখিতে পাইলেন যে, তখন আমার পরনে ছিল উছফুরে রঞ্জিত গোলাপী রংয়ের একখানা কাপড়। তিনি জিজ্ঞাসা করিলেন, ইহা কি ? তাঁহার এই প্রশ্ন হইতে আমি বুঝিতে পারিলাম যে, তিনি উহাকে নাপছন্দ করিয়াছেন। সুতরাং আমি তৎক্ষণাৎ চলিয়া আসিলাম এবং কাপড়খানাকে জ্বালাইয়া ফেলিলাম। (অতঃপর আমি পুনরায় তাঁহার খেদমতে উপস্থিত হইলে) তখন রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে জিজ্ঞাসা করিলেন, তুমি তোমার কাপড়খানা কি করিয়াছ? বলিলাম, উহাকে জ্বালাইয়া ফেলিয়াছি। তখন তিনি বলিলেনঃ তুমি কেন উহা তোমার পরিবারস্থ কোন মহিলাকে পরিধান করাইলে না? কেননা, উহা মহিলাদের ব্যবহারে কোন দোষ নাই। -আবু দাউদ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ: رَآنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى ثَوْبٌ مَصْبُوغٌ بِعُصْفُرٍ مُوَرَّدًا فَقَالَ: «مَا هَذَا؟» فَعَرَفْتُ مَا كَرِهَ فَانْطَلَقْتُ فَأَحْرَقْتُهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا صَنَعْتَ بِثَوْبِكَ؟» قُلْتُ: أَحْرَقْتُهُ قَالَ: «أَفَلَا كَسَوْتَهُ بَعْضَ أَهْلِكَ؟ فَإِنَّهُ لَا بَأْسَ بِهِ لِلنِّسَاءِ» . رَوَاهُ أَبُو دَاوُد
