মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৩৬১
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৩৬১। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর ব্যবহারে দুইখানা কাতারী মোটা কাপড় ছিল। যখন তিনি (ইহা পরিয়া) বসিতেন এবং ঘর্মাক্ত হইতেন, তখন কাপড় দুইখানা তাহার উপরে ভারী হইয়া যাইত। (ঠিক সেই সময়) সিরিয়া হইতে (তেজারতী চালানে) জনৈক ইয়াহুদীর কিছু কাপড় আসিল। তখন আমি বলিলাম, যদি আপনি কাহাকেও তাহার কাছে পাঠাইয়া দুইখানা কাপড় খরিদ করিয়া লইতেন সচ্ছলতা সাপেক্ষে মূল্য পরিশোধের শর্তে, তবে কতই না ভাল হইত। অতঃপর হুযূর (ﷺ) এক ব্যক্তিকে তাহার (ইয়াহুদীর) নিকট পাঠাইলেন। তখন সে (ইয়াহুদী) বলিল, আমি তোমার উদ্দেশ্য বুঝিতে পারিয়াছি, তুমি আমার মালটি আত্মসাৎ করিতে চাহিতেছ। (ইয়াহুদী বাহ্যত কথাটি প্রেরিত লোকটিকে বলিলেও প্রকৃত পক্ষে নবী [ﷺ]-কেই উদ্দেশ্য করিয়া বলিয়াছিল। লোকটি আসিয়া নবী [ﷺ]-কে ইয়াহুদীর উক্তিটি জানাইল।) তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ সে (ইয়াহুদী) মিথ্যা বলিয়াছে। সে নিশ্চিতভাবে জানে যে, আমি তাহাদের সকলের চাইতে অধিক খোদাভীরু ও পরহেযগার এবং আমানত পরিশোধকারী। —তিরমিযী ও নাসায়ী
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَانِ قِطْرِيَّانِ غَلِيظَانِ وَكَانَ إِذا قعد فرق ثَقُلَا عَلَيْهِ فَقَدِمَ بَزٌّ مِنَ الشَّامِ لِفُلَانٍ الْيَهُودِيِّ. فَقُلْتُ: لَوْ بَعَثْتَ إِلَيْهِ فَاشْتَرَيْتَ مِنْهُ ثَوْبَيْنِ إِلَى الْمَيْسَرَةِ فَأَرْسَلَ إِلَيْهِ فَقَالَ: قَدْ عَلِمْتُ مَا تُرِيدُ إِنَّمَا تُرِيدُ أَنْ تَذْهَبَ بِمَالِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَذَبَ قَدْ عَلِمَ أَنِّي مِنْ أَتْقَاهُمْ وآداهُم للأمانة» . رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
