মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৩৬০
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৩৬০। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, এক সময় নবী (ﷺ) অসুস্থ ছিলেন। তখন তিনি উসামার উপর ভর দিয়া বাহিরে আসিলেন। সেই সময় তাঁহার গায়ে একখানা কাতারী (ইয়ামন দেশীয়) চাদর ছিল, যাহা তিনি উভয় কাধে জড়াইয়া পরিয়াছিলেন এবং (এই অবস্থায়) তিনি লোকদিগকে নিয়া নামায পড়িলেন। —শরহে সুন্নাহ্
وَعَنْ أَنَسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ شَاكِيًا فَخَرَجَ يَتَوَكَّأُ عَلَى أُسَامَةَ وَعَلَيْهِ ثَوْبُ قِطْرٍ قَدْ تَوَشَّحَ بِهِ فَصَلَّى بهم. رَوَاهُ فِي شرح السّنة
