মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৩৫৯
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৩৫৯। হযরত আবু রিমসা তাইমী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, একদা আমি নবী (ﷺ)-এর নিকট আসিলাম, তখন তিনি সবুজ বর্ণের দুইখানা কাপড় পরিহিত অবস্থায় ছিলেন। সেই সময় তাঁহার (কিছু কিছু) চুলে বার্ধক্য প্রকাশ পাইতেছিল। তবে তাঁহার বার্ধক্য চিহ্ন ছিল লাল আভায়। —তিরমিযী। আর আবু দাউদের বর্ণনায় আছে, তিনি ছিলেন বাবড়ী চুল বিশিষ্ট এবং উহা ছিল মেন্দিতে রঞ্জিত। এবার ব্যাখ্যাঃ চুল সাদা হওয়ার পূর্বে সাধারণত কিছুটা লাল বর্ণ ধারণ করে, পরে সাদা হইতে থাকে। আর কান পর্যন্ত লম্বা চুলকে বলা হয় وفرة বা বাবড়ী।
وَعَن أبي رِمْثةَ التيميِّ قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ ثَوْبَانِ أَخْضَرَانِ وَلَهُ شَعَرٌ قَدْ عَلَاهُ الشَّيْبُ وَشَيْبُهُ أَحْمَرُ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَفِي رِوَايَةٍ لِأَبِي دَاوُدَ: وَهُوَ ذُو وَفْرَةٍ وَبِهَا رَدْعٌ من حناء
