মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৩৪৭
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৩৪৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করিবে, সে তাহাদেরই অন্তর্ভুক্ত। —আহমদ ও আবু দাউদ
كتاب اللباس
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ» . رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
দুনিয়াতে যে যাহার অনুকরণপ্রিয় হইবে — যেমন কেহ কোন কাফের ফাসেক কিংবা কোন সুফী সাধক পরহেযগারের লেবাস পোশাককে পছন্দ করিয়া উহার অনুকরণ করিবে। অর্থাৎ, চাই উহা মন্দ লোকের হউক অথবা ভাল লোকের হউক, কিয়ামতের দিন সে তাহাদের দলভুক্ত হইবে। তবে ওলামাগণ বলেন, হাদীসের দ্বারা পোশাক-পরিচ্ছদের ইংগিত থাকিলেও চারিত্রিক, নৈতিক, আদর্শিক এবং যাবতীয় আচার-অনুষ্ঠানও ইহার অন্তর্ভুক্ত। আর ইহা বাস্তব যে, বর্তমান বিশ্বে পাশ্চাত্য শিক্ষা-সংস্কৃতির প্রভাবে হীনমনা মুসলমানদের অধিকাংশই বিজাতীয় অন্ধ অনুকরণে উৎসাহী হইয়া পড়িয়াছে। আল্লাহ্ তাহাদের শুভবুদ্ধি দান করুন।