মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৩৪৮
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৩৪৮। হযরত সুওয়াইদ ইবনে ওয়াহব (রহঃ) নবী (ﷺ)-এর একজন সাহাবীর পুত্রের সূত্রে তাঁহার পিতা হইতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও সৌন্দর্যের লেবাস পরিহার করে, অপর এক রেওয়ায়তে আছে, বিনয়বশত (সৌন্দর্যের পোশাক পরিহার করে) আল্লাহ্ তা'আলা তাহাকে মর্যাদার পোশাক পরিধান করাইবেন। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বিবাহ করিবে, আল্লাহ্ তা'আলা তাহাকে রাজকীয় মুকুট পরিধান করাইবেন। –আবু দাউদ।
وَعَنْ سُوَيْدِ بْنِ وَهْبٍ عَنْ رَجُلٍ مِنْ أَبْنَاءِ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ تَرَكَ لُبْسَ ثوبِ جمالٍ وَهُوَ يقدرُ عَلَيْهِ وَفِي رَاوِيه: تَوَاضُعًا كَسَاهُ اللَّهُ حُلَّةَ الْكَرَامَةِ وَمَنْ تَزَوَّجَ لِلَّهِ تَوَجَّهُ اللَّهُ تَاجَ الْمُلْكِ . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

লিল্লাহ্ বিবাহ করা—এর মানে হইল, কোন ধার্মিক ও নেককার ইয়াতীম বা দরিদ্র নারীকে বিবাহ করা। যদিও সেই নারী সামাজিক মান-মর্যাদায় তাহার চাইতে নিম্নমানের হয়। আর উক্ত বিবাহের উদ্দেশ্য হইল নিজেকে পাপে লিপ্ত হওয়া হইতে রক্ষা করা এবং বংশ নসল সংরক্ষণ করা। রাজকীয় মুকুট পরাইবেন—এর অর্থ হইল, তাহাকে সম্মানজনক মর্যাদা দেওয়া হইবে অথবা উক্ত মুকুট তাহাকে জান্নাতে পরান হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৩৪৮ | মুসলিম বাংলা