মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৩৩৫
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৩৩৫। আর তিরমিযী ও নাসায়ীর এক রেওয়ায়তে ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত উম্মে সালামা্ বলিলেন, এমতাবস্থায় তাহাদের পা খুলিয়া যাইবে? হুযূর (ﷺ) বলিলেন, তবে তাহারা এক হাত পরিমাণ ঝুলাইবে। ইহার অধিক যেন না হয় ।
كتاب اللباس
وَفِي رِوَايَةِ التِّرْمِذِيِّ وَالنَّسَائِيِّ عَنِ ابْنِ عُمَرَ فَقَالَتْ: إِذًا تَنْكَشِفُ أَقْدَامُهُنَّ قَالَ: «فَيُرْخِينَ ذِرَاعًا لَا يزدن عَلَيْهِ»