মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৩৩৪
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৩৩৪। হযরত উম্মে সালামা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, যখন রাসূলুল্লাহ্ (ﷺ) ইযার সম্পর্কে আলোচনা করিলেন, তখন আমি আরয করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! এই ব্যাপারে নারীর বিধান কি? তিনি বলিলেনঃ এক বিঘত পরিমাণ ঝুলাইতে পারিবে। তখন উম্মে সালামা বলিলেন, এমতাবস্থায় তাহার অঙ্গ (পা) খুলিয়া যাইবে। তিনি বলিলেন, তবে এক হাত, ইহার অধিক যেন না হয়। — মালেক, আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ্ ।
وَعَن أم سَلمَة قَالَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ ذَكَرَ الْإِزَارَ: فَالْمَرْأَةُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «تُرْخِي شِبْرًا» فَقَالَتْ: إِذًا تَنْكَشِفُ عَنْهَا قَالَ: «فَذِرَاعًا لَا تَزِيدُ عَلَيْهِ» . رَوَاهُ مَالِكٌ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান