মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৩৩৩
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৩৩৩। হযরত আবু কাবশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহাবীদের টুপী ছিল চেপ্টা। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, এই হাদীসটি মুনকার।
وَعَن أبي كبشةَ قَالَ: كَانَ كِمَامُ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بُطْحًا. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حديثٌ مُنكر
হাদীসের ব্যাখ্যা:
মোটকথা, টুপী মাথার সাথে মিশানো চেপ্টা হওয়াই সুন্নত।
