মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৩৩৬
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৩৩৬। হযরত মুআবিয়া ইবনে কোররা (রাঃ) হইতে বর্ণিত, তিনি তাঁহার পিতা হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলিয়াছেন, একদা আমি মোযাইনা গোত্রের একদল লোকের সঙ্গে নবী (ﷺ)-এর খেদমতে আসিলাম। তাহারা নবী (ﷺ)-এর হাতে বায়আত করিল। সেই সময় হুযূর (ﷺ)-এর (জামার) বুতাম খোলা ছিল। তখন আমি আমার হাতখানা তাঁহার জামার ভিতরে ঢুকাইলাম এবং মোহরে নবুওতটি স্পর্শ করিলাম। – আবু দাউদ
وَعَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ عَنْ أَبِيهِ قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَهْطٍ مِنْ مُزَيْنَةَ فَبَايَعُوهُ وَإِنَّهُ لَمُطْلَقُ الْأَزْرَارِ فَأَدْخَلْتُ يَدِي فِي جَيْبِ قَمِيصِهِ فَمَسِسْتُ الْخَاتم. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
সাধারণত আরবদের জামা খুব ঢিলা ঢোলাই হইত। সুতরাং বুতাম খোলা অবস্থায় গলার ভিতরের দিক দিয়া হাত ঢুকানো তেমন কোন অসুবিধা ছিল না। মূলত এই ব্যক্তির সাথে হুযূর (ﷺ)-এর গভীর মহব্বতের সম্পর্ক ছিল, তাই এমনটি করিয়াছেন।
