মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪২৯৫
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
৫. প্রথম অনুচ্ছেদ - থালা-বাসন ইত্যাদি ঢেকে রাখা প্রসঙ্গে
৪২৯৫। বুখারীর অন্য এক রেওয়ায়তে আছে, তিনি বলিয়াছেন: পাত্রসমূহ ঢাকিয়া রাখ। মশকগুলির মুখ বাঁধিয়া রাখ। গৃহের দরজাসমূহ বন্ধ রাখ এবং সন্ধ্যায় তোমাদের শিশুদিগকে ঘরের ভিতরে আব্দ্ধ রাখ। কেননা, এই সময় জ্বিনেরা ছড়াইয়া পড়ে এবং ছিনাইয়াও নেয়। আর তোমরা শয়নকালে বাতিগুলি নিভাইয়া ফেলিবে। কেননা, দুষ্ট ইঁদুরগুলি কখনও কখনও ( প্রজ্বলিত) সলতা টানিয়া লইয়া যায়। ফলে গৃহবাসীদিগকে পোড়াইয়া দেয়।
كتاب الأطعمة
وَفِي رِوَايَةٍ لِلْبُخَارِيِّ: قَالَ: «خَمِّرُوا الْآنِيَةَ وَأَوْكُوا الْأَسْقِيَةَ وَأَجِيفُوا الْأَبْوَابَ وَاكْفِتُوا صِبْيَانَكُمْ عِنْدَ الْمَسَاءِ فَإِن للجن انتشارا أَو خطْفَة وَأَطْفِئُوا الْمَصَابِيحَ عِنْدَ الرُّقَادِ فَإِنَّ الْفُوَيْسِقَةَ رُبَّمَا اجْتَرَّتْ الفتيلة فأحرقت أهل الْبَيْت»
tahqiqতাহকীক:তাহকীক চলমান