মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২৯৪
৫. প্রথম অনুচ্ছেদ - থালা-বাসন ইত্যাদি ঢেকে রাখা প্রসঙ্গে
৪২৯৪। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি, ওয়াসাল্লাম বলিয়াছেন যখন রাত্রের আধার নামিয়া আসে অথবা বলিয়াছেন, সন্ধ্যা হয়, তখন তোমাদের শিশুদিগকে বাহিরে যাওয়া হইতে) আব্দ্ধ রাখ। কেননা, সেই সময় শয়তান ছড়াইয়া পড়ে। তবে রাত্রের কিছু সময় অতিক্রান্ত হইয়া গেলে তাহাদিগকে ছাড়িয়া দাও এবং বিসমিল্লাহ্ বলিয়া ঘরের দরজাসমূহ বন্ধ কর। কারণ, শয়তান বদ্ধ দ্বার খুলিতে পারে না। আর বিসমিল্লাহ্ পড়িয়া তোমাদের মশকগুলির মুখ বন্ধ কর এবং বিসমিল্লাহ্ বলিয়া তোমাদের পাত্রগুলিও ঢাকিয়া রাখ। (ঢাকিবার কিছু না পাইলে) কোন কিছু আড়াআড়িভাবে হইলেও পাত্রের উপরে রাখিয়া দাও। (অতঃপর শুইবার সময়) বাতিগুলি নিভাইয়া দাও। – মোত্তাঃ
بَاب تَغْطِيَة الْأَوَانِي وَغَيرهَا: الْفَصْل الأول
عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ جِنْحُ اللَّيْلِ أَوْ أَمْسَيْتُمْ فَكُفُّوا صِبْيَانَكُمْ فَإِنَّ الشَّيْطَانَ يَنْتَشِرُ حِينَئِذٍ فَإِذَا ذَهَبَ سَاعَةً مِنَ اللَّيْلِ فَخَلَّوهُمْ وَأَغْلِقُوا الْأَبْوَابَ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَفْتَحُ بَابًا مُغْلَقًا وَأَوْكُوا قِرَبَكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ وَخَمِّرُوا آنِيَتَكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ وَلَوْ أنْ تعرِضوا عَلَيْهِ شَيْئا وأطفئوا مصابيحكم»
হাদীসের ব্যাখ্যা:
آنِيَة অর্থ, পাত্র, أَوَانِىْ হাদীসে পানাহারের পাত্রের কথাই বলা হইয়াছে। উহাকে ঢাকিয়া রাখা এক দিকে যেমন নিরাপদ, অপর দিকে সর্বকালে সর্বমহলে শিষ্টাচারও বটে। বিশেষভাবে রাত্রির বেলায় খাদ্য-পাত্র ঢাকিয়া রাখা অপরিহার্য। কেননা, বিষাক্ত পোকা-মাকড় ইত্যাদি রাত্রির বেলায় ছড়াইয়া পড়ে। আল্লাহর নবী, উহাদিগকে শয়তান বলিয়া আখ্যায়িত করিয়াছেন।
ইঁদুর ক্ষুদ্র জানোয়ার বটে, কিন্তু উহার দ্বারা ক্ষতির পরিমাণ অতি ভয়াবহ। এই হিসাবে উহাকে ফুয়াইসেক বলা হইয়াছে। একটি কাঠি হইলেও বলার মানে হইল, খাদ্য-দ্রব্যাদি ঢাকিয়া রাখার প্রতি গুরুত্ব আরোপ করা। আর বিদ্যুৎ বাতি জ্বালাইয়া রাখিলে ঘরবাড়ী জ্বলার সম্ভাবনা কম থাকিলেও উহাতে আর্থিক অপচয় যে হইবে তাহাতে সন্দেহ নাই।
ইঁদুর ক্ষুদ্র জানোয়ার বটে, কিন্তু উহার দ্বারা ক্ষতির পরিমাণ অতি ভয়াবহ। এই হিসাবে উহাকে ফুয়াইসেক বলা হইয়াছে। একটি কাঠি হইলেও বলার মানে হইল, খাদ্য-দ্রব্যাদি ঢাকিয়া রাখার প্রতি গুরুত্ব আরোপ করা। আর বিদ্যুৎ বাতি জ্বালাইয়া রাখিলে ঘরবাড়ী জ্বলার সম্ভাবনা কম থাকিলেও উহাতে আর্থিক অপচয় যে হইবে তাহাতে সন্দেহ নাই।
