মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২৯৩
৪. তৃতীয় অনুচ্ছেদ - নাক্বী‘ ও নাবীয সম্পর্কীয় বর্ণনা
৪২৯৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে আবু আওফা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) সবুজ মটকায় নাবীয প্রস্তুত করিতে নিষেধ করিয়া ছেন। তখন আমি জিজ্ঞাসা করিলাম, তবে কি আমরা সাদা বর্ণের মটকায় পান করিব? তিনি বলিলেন, না। —বুখারী
الْفَصْل الثَّالِث
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَبِيذِ الْجَرِّ الْأَخْضَرِ قُلْتُ: أَنَشْرَبُ فِي الأبيضِ؟ قَالَ: «لَا» . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
সাদা, কালো বা সবুজ বর্ণের মটকা হওয়া আসল কথা নহে। মূলত সেই যুগে সাধারণত সবুজ মটকায় মদ প্রস্তুত করা হইত। ফলকথা, যে সমস্ত পাত্রে মদ প্রস্তুত করা হয়, আর উহা যে কোন রংয়েরই হউক না কেন সেই পাত্র ব্যবহার করা নিষিদ্ধ।
