মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২৯৬
৫. প্রথম অনুচ্ছেদ - থালা-বাসন ইত্যাদি ঢেকে রাখা প্রসঙ্গে
৪২৯৬। মুসলিমের এক রেওয়ায়তে আছে, নবী (ছাঃ) বলিয়াছেন তোমরা পাত্রসমূহ ঢাকিয়া রাখিবে, মশকের মুখ বাধিয়া রাখিবে। ঘরের দরজাসমূহ ( সন্ধ্যাকালে) বন্ধ রাখিবে, শয়নকালে) বাতি নিভাইয়া দিবে। কেননা, শয়তান (বন্ধ) মশক খুলিতে পারে না, (রুদ্ধ দ্বার খুলিতে পারে না এবং (ঢাকা) পাত্র উন্মুক্ত করিতে পারে না। আর যদি তোমাদের কেহ একখানা কাঠি ব্যতীত কিছু না পায়, তবে বিসমিল্লাহ্ বলিয়া উহাই যেন আড়াআড়িভাবে পাত্রের উপরে রাখিয়া দেয়। কেননা, দুষ্ট ইঁদুর গৃহবাসীসহ ঘর পোড়াইয়া ফেলিতে পারে।
وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ قَالَ: «غَطُّوا الْإِنَاءَ وَأَوْكُوا السِّقَاءَ وَأَغْلِقُوا الْأَبْوَابَ وَأَطْفِئُوا السِّرَاجَ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَحُلُّ سِقَاءً وَلَا يَفْتَحُ بَابًا وَلَا يَكْشِفُ إِنَاءً فَإِنْ لَمْ يَجِدْ أَحَدُكُمْ إِلَّا أنْ يعرضَ على إِنائِه عوداً ويذكرَ اسمَ اللَّهَ فَلْيَفْعَلْ فَإِنَّ الْفُوَيْسِقَةَ تُضْرِمُ عَلَى أَهْلِ الْبَيْت بَيتهمْ»
