মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২৮৩
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - পানীয় দ্রব্যের বর্ণনা
৪২৮৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমাদের কেহ খানা খায়, তখন সে যেন এই দো'আটি পড়ে, اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَأَطْعِمْنَا خَيْرًا مِنْهُ অর্থ, হে আল্লাহ্! আমাদের জন্য এই খাদ্যে বরকত দাও এবং ইহা অপেক্ষা উত্তম খাদ্য দান কর। আর যখন দুধ পান করিবে, তখন যেন বলেঃ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَزِدْنَا مِنْهُ অর্থ, হে আল্লাহ্ ! ইহার মধ্যে আমাদের জন্য বরকত দাও এবং উহা আরো অধিক দান কর। (ইহার চেয়ে উত্তম বস্তু দান কর, এই কথা বলা যাইবে না।) কেননা, দুধ ব্যতীত অন্য কোন জিনিসই খাদ্য ও পানীয় উভয়ের জন্য যথেষ্ট নহে। — তিরমিযী ও আবু দাউদ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا أَكَلَ أَحَدُكُمْ طَعَامًا فَلْيَقُلِ: اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَأَطْعِمْنَا خَيْرًا مِنْهُ. وَإِذَا سُقِيَ لَبَنًا فَلْيَقُلِ: اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَزِدْنَا مِنْهُ فَإِنَّهُ لَيْسَ شَيْء يجزى مِنَ الطَّعَامِ وَالشَّرَابِ إِلَّا اللَّبَنُ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
দুধের মধ্যে খাদ্য ও পানীয় উভয় উপাদান রহিয়াছে। নবজাত শিশুর খাদ্য হইল মায়ের বুকের (পীযূষ) দুধ। আল্লাহর কালামেও উহার প্রশংসা এইভাবে রহিয়াছে—
مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَّبَنًا خَالِصًا سَائِغًا لِّلشَّارِبِينَ
مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَّبَنًا خَالِصًا سَائِغًا لِّلشَّارِبِينَ
