মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২৮৪
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - পানীয় দ্রব্যের বর্ণনা
৪২৮৪। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর জন্য সুইয়া হইতে মিঠা পানি সংগ্রহ করা হইত। কথিত আছে যে, সুকইয়া একটি ঝর্ণা বা কূপ। উহার ও মদীনার মধ্যবর্তী ব্যবধান হইল দুই দিনের পথ। —আবু দাউদ।
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسْتَعْذَبُ لَهُ الْمَاءُ مِنَ السُّقْيَا. قِيلَ: هِيَ عَيْنٌ بَيْنَهَا وَبَيْنَ الْمَدِينَةِ يَوْمَانِ. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
এখানে মিঠা পানি অর্থ যাহা লবণাক্ত নহে।
