মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪২৮২
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - পানীয় দ্রব্যের বর্ণনা
৪২৮২। হযরত (ইমাম) যুহরী (রহঃ) ওরওয়া হইতে বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রাঃ) বলিয়াছেন, ঠাণ্ডা মিষ্টি পানি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে সর্বাধিক প্রিয় পানীয় ছিল। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, সহীহ্ ও নির্ভরযোগ্য কথা হইল, এই হাদীসটি নবী (ﷺ) হইতে যুহরী কর্তৃক মুরসাল হিসাবেই বর্ণিত হইয়াছে। অর্থাৎ, বর্ণনায় অন্য কোন সাহাবীর নাম উল্লেখ নাই।
وَعَنِ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ أَحَبُّ الشَّرَابِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحُلْوَ الْبَارِدَ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: وَالصَّحِيحُ مَا رُوِيَ عَنِ الزُّهْرِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪২৮২ | মুসলিম বাংলা