মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪২৮১
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - পানীয় দ্রব্যের বর্ণনা
৪২৮১। হযরত কাবশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমার গৃহে আসিলেন এবং তিনি একটি লটকান মশক হইতে দাঁড়ানো অবস্থায় পান করিলেন। পরে আমি মশকের নিকট যাইয়া উহার সেই মুখখানা কাটিয়া রাখিয়া দিলাম। – তিরমিযী ও ইবনে মাজাহ্ এবং তিরমিযী বলিয়াছেন, হাদীসটি হাসান, গরীব, সহীহ।
وَعَن كبْشَةَ قَالَتْ: دَخَلَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَشَرِبَ مِنْ فِي قِرْبَةٍ مُعَلَّقَةٍ قَائِمًا فَقُمْتُ إِلَى فِيهَا فَقَطَعْتُهُ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غريبٌ صَحِيح

হাদীসের ব্যাখ্যা:

বিশেষ কোন অসুবিধার প্রেক্ষিতে বা প্রয়োজনের তাগিদে সাময়িকভাবে দাঁড়াইয়া পানাহার করা জায়েয আছে। আর অমর্যাদা হওয়ার আশংকায় কিংবা বরকত হাসিলের নিয়তে তিনি মশকের মুখটি কাটিয়া নিজের কাছে সংরক্ষণ করিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪২৮১ | মুসলিম বাংলা