মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪২৮০
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - পানীয় দ্রব্যের বর্ণনা
৪২৮০। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) পেয়ালার ছিদ্র দিয়া পান করিতে এবং পানীয় বস্তুতে ফুঁ দিতে নিষেধ করিয়াছেন। —আবু দাউদ
وَعَنْهُ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الشُّرْبِ مِنْ ثُلْمَةِ الْقَدَحِ وَأَنْ يُنْفَخَ فِي الشَّرَابِ. رَوَاهُ أَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

ثلمة -এর আরেক অর্থ হইল ভাঙ্গা। অর্থাৎ, ভগ্ন স্থান দিয়া পান করিতে নিষেধ করিয়াছেন। এখানে নিষেধ অর্থ হারাম নহে বরং মাকরূহ্। কেননা, উহার দ্বারা গায়ে বা জামা কাপড়ে পানি পড়িতে বা ভগ্ন স্থান দ্বারা ঠোঁট কাটিয়া যাইতে পারে। কিংবা সেই স্থান অপরিষ্কার থাকিতে পারে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪২৮০ | মুসলিম বাংলা