মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২৭২
৩. প্রথম অনুচ্ছেদ - পানীয় দ্রব্যের বর্ণনা
৪২৭২। হযরত হুযায়ফা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, তিনি বলেনঃ তোমরা মোটা কিংবা মিহি রেশমী বস্ত্র পরিধান করিও না এবং সোনা ও রূপার পেয়ালায় পান করিও না। আর উহার পাত্রে খাইও না। কেননা, এইগুলি হইল তাহাদের (অর্থাৎ, কাফেরদের) জন্য দুনিয়াতে আর তোমাদের (অর্থাৎ, মু'মিনদের) জন্য এইগুলি হইল আখেরাতে! — মোত্তাঃ
وَعَنْ حُذَيْفَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تَلْبَسُوا الْحَرِيرَ وَلَا الدِّيبَاجَ وَلَا تَشْرَبُوا فِي آنِيَةِ الذَّهَبِ وَالْفِضَّةِ وَلَا تَأْكُلُوا فِي صِحَافِهَا فَإِنَّهَا لَهُمْ فِي الدُّنْيَا وَهِيَ لَكُمْ فِي الْآخِرَةِ»
হাদীসের ব্যাখ্যা:
সোনা বা রূপার পাত্রে রাখা নাজায়েয নহে। অবশ্য উহা হইতে খাওয়া বা পান করা হারাম।
