মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪২৭৩
৩. প্রথম অনুচ্ছেদ - পানীয় দ্রব্যের বর্ণনা
৪২৭৩। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি গৃহপালিত বকরীর দুধ দোহন করা হইল এবং উহার দুধে হযরত আনাসের গৃহের কূপের পানি মিশানো হইল। অতঃপর উহা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করা হয়। তিনি উহা পান করিলেন। এই সময় তাহার বাম পার্শ্বে ছিলেন হযরত আবু বকর (রাঃ) এবং তাঁহার ডানে ছিল এক বেদুঈন। তখন হযরত ওমর (রাঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্ (অবশিষ্ট) আবু বকরকে প্রদান করুন। কিন্তু তিনি তাহার ডান পার্শ্বের সেই বেদুঈনকেই দিলেন। অতঃপর বলিলেন ডান দিকের তৎপর তাহার ডান দিকের ব্যক্তিরই হক প্রথমে রহিয়াছে। অপর এক রেওয়ায়তে বর্ণিত, ডানে যাহারা রহিয়াছে, তারপর ডানে যাহারা রহিয়াছে তাহারা হকদার। সাবধান। ডান পার্শ্বওয়ালাদের অগ্রাধিকার দাও। –মোত্তাঃ
وَعَن أنسٍ قَالَ: حُلِبَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةٌ دَاجِنٌ وَشِيبَ لَبَنُهَا بِمَاءٍ مِنَ الْبِئْرِ الَّتِي فِي دَارِ أَنَسٍ فَأُعْطِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقَدَحَ فَشَرِبَ وَعَلَى يَسَارِهِ أَبُو بَكْرٍ وَعَنْ يَمِينِهِ أَعْرَابِيٌّ فَقَالَ عُمَرُ: أَعْطِ أَبَا بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ فَأَعْطَى الْأَعْرَابِيَّ الَّذِي عَنْ يَمِينِهِ ثُمَّ قَالَ: الْأَيْمَنُ فَالْأَيْمَنُ وَفِي رِوَايَةٍ: «الْأَيْمَنُونَ الْأَيْمَنُونَ أَلاَ فيَمِّنوا»

হাদীসের ব্যাখ্যা:

হযরত আনাস ইবন মালিক রাযি. থেকে বর্ণিত হাদীছটিতে দেখা যাচ্ছে, সর্বপ্রথম নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধপান করেছেন। তিনি ছিলেন মজলিসের সর্বাপেক্ষা সম্মানী ব্যক্তি। তাই শুরুটা তাঁর থেকেই হওয়ার কথা। তারপর তিনি তাঁর ডান পাশে যে ছিল তাকে পান করতে দিয়েছেন। ডান পাশে ছিল এক বেদুঈন। বাম পাশে হযরত আবু বকর সিদ্দীক রাযি.। মর্যাদায় হযরত আবু বকর সিদ্দীক রাযি. শ্রেষ্ঠ হলেও তিনি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বামদিকে ছিলেন, তাই বেদুঈনের উপর তাঁকে অগ্রাধিকার দেওয়া হয়নি। অগ্রাধিকার দেওয়া হয়েছে ডান দিকের জনকে। যদিও সে একজন বেদুঈন এবং মর্যাদায় হযরত আবু বকর সিদ্দীক রাযি. অপেক্ষা অনেক নিচে।

নিয়ম হচ্ছে, মজলিসে যিনি সর্বাপেক্ষা সম্মানী, শুরুটা তার থেকেই হবে। তারপর পর্যায়ক্রমে তার ডানদিক থেকে বিতরণ হতে থাকবে। বামদিকের লোকদের তুলনায় তাদের অধিকার বেশি, যদিও গুরুত্ব ও মর্যাদায় বামদিকের লোকদের তুলনায় ডানদিকের লোকেরা সাধারণ পর্যায়ের হয়। এ ঘটনায় ডানদিকে ছিলেন একজন বেদুইন। অন্যদিকে বামদিকে ছিলেন হযরত আবূ বকর সিদ্দীক রাযি.-এর মতো একজন বয়স্ক ও গণ্যমান্য ব্যক্তি।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. খাবার, পানীয় বা অন্য যে-কোনও বস্তু বিতরণকালে মজলিসের সর্বাপেক্ষা সম্মানী ব্যক্তিকে অগ্রাধিকার দিতে হবে।

খ. তারপর পর্যায়ক্রমে তার ডানদিক থেকে বিতরণ হতে থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪২৭৩ | মুসলিম বাংলা