মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪২৫৫
১. তৃতীয় অনুচ্ছেদ - অতিথি আপ্যায়ন প্রসঙ্গে
৪২৫৫। হযরত জা'ফর ইবনে মুহাম্মাদ (রঃ) তাঁহার পিতা হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন লোকজনের সঙ্গে খাইতে বসিতেন, তখন সকলের শেষে খাওয়া হইতে অবসর হইতেন। বায়হাকী শোআবুল ঈমানে মুরসালরূপে বর্ণনা করিয়াছেন।
وَعَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَكَلَ مَعَ قَوْمٍ كَانَ آخِرَهُمْ أَكْلًا. رَوَاهُ الْبَيْهَقِيّ فِي «شعب الْإِيمَان» مُرْسلا

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের অর্থ এই নহে যে, তিনি অধিক পরিমাণে খানা খাইতেন; বরং সঙ্গীদের খানা শেষ হওয়া পর্যন্ত খাদ্যাসনকে দীর্ঘায়িত করিতেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪২৫৫ | মুসলিম বাংলা