মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২৫৪
১. তৃতীয় অনুচ্ছেদ - অতিথি আপ্যায়ন প্রসঙ্গে
৪২৫৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন দস্তরখান বিছানো হয়, তখন উহা তুলিয়া নেওয়া পর্যন্ত কোন ব্যক্তিই যেন বসার স্থান হইতে উঠিয়া না যায়। আর লোকজনের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সে যেন নিজ হাতকে গুটাইয়া না লয়, যদিও সে পরিতৃপ্ত হইয়া যায়। আর (যদি কোন কারণে উঠিয়া যাইতে বাধ্য হয়, তবে) যেন কোন ওযর পেশ করিয়া উঠিয়া যায়। কেননা, ইহা সঙ্গীকে লজ্জিত করিবে, ফলে সেও নিজের হাতখানা গুটাইয়া ফেলিবে। অথচ তাহার আরো খাওয়ার প্রয়োজন থাকিতে পারে। —ইবনে মাজাহ্ ও বায়হাকী শোআবুল ঈমানে
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا وُضِعَتِ الْمَائِدَةُ فَلَا يَقُومُ رَجُلٌ حَتَّى تُرْفَعَ الْمَائِدَةُ وَلَا يَرْفَعْ يَدَهُ وَإِنْ شَبِعَ حَتَّى يَفْرُغَ الْقَوْمُ وَلْيُعْذِرْ فَإِنَّ ذَلِكَ يُخْجِلُ جَلِيسَهُ فَيَقْبِضُ يَدَهُ وَعَسَى أَنْ يَكُونَ لَهُ فِي الطَّعَامِ حَاجَةٌ» رَوَاهُ ابْنُ مَاجَهْ وَالْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ
হাদীসের ব্যাখ্যা:
কোন ওযর দেখাইয়া খাওয়া হইতে বিরত থাকিলে তখন আর সঙ্গীর লজ্জাবোধ হইবে না। ইমাম আবু হামেদ গাযযালী বলিয়াছেন, যদি খাদ্যের পরিমাণ কম হয়, তখন খাওয়ার শুরুতে নিজে কিছু সময় খাওয়া হইতে বিরত থাকিবে, যেন তাহার সঙ্গী এই সময়ের মধ্যে কিছু খাদ্য গ্রহণ করিয়া লইতে পারে।
