মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২৫৬
১. তৃতীয় অনুচ্ছেদ - অতিথি আপ্যায়ন প্রসঙ্গে
৪২৫৬। হযরত আসমা বিনতে ইয়াযীদ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা নবী (ﷺ)-এর সম্মুখে খাবার আনা হইল, পরে আমাদের সামনেও উপস্থিত করা হইল। তখন আমরা বলিলাম, আমাদের খাওয়ার চাহিদা নাই। হুযূর (ﷺ) বলিলেনঃ ক্ষুধা এবং মিথ্যা উভয়কে একত্রিত করিও না। —ইবনে মাজাহ্
وَعَن أَسمَاء بنتِ يزِيد قَالَتْ: أُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِطَعَامٍ فَعَرَضَ عَلَيْنَا فَقُلْنَا: لَا نَشْتَهِيهِ. قَالَ: «لَا تَجْتَمِعْنَ جُوعًا وَكَذِبًا» . رَوَاهُ ابْنُ مَاجَهْ
হাদীসের ব্যাখ্যা:
মিথ্যা বলা এমনিই একটি মন্দ কাজ। তাহাদের চেহারা দেখিয়াই তিনি বুঝিতে পারিয়াছেন যে, তাহারা ক্ষুধার্ত। তবুও খাওয়ার চাহিদা নাই কথাটি মিথ্যা ছাড়া কি হইতে পারে? আমাদের সমাজে লৌকিকতাবশত এইরূপ কথা বলা হইয়া থাকে, কাজেই উহা পরিহার করা বাঞ্ছনীয়।
