মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪২৩৩
দ্বিতীয় অনুচ্ছেদ
৪২৩৩। হযরত ইকরাশ ইবনে যুয়াইব (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা আমাদের সম্মুখে বৃহদাকারের একটি খাদ্যপাত্র আনা হইল। পাত্রটি ছিল সারীদ ও গোশতের টুকরাবিশিষ্ট। আমি আমার হাত দিয়া পাত্রের চার পাশ হইতে লইতে লাগিলাম। আর রাসূলুল্লাহ্ (ﷺ) নিজের সম্মুখ হইতে খাইতেছিলেন। এমন সময় তিনি বাম হাত দ্বারা আমার ডান হাত ধরিয়া ফেলিলেন, এবং বলিলেনঃ হে ইক্রাশ! এক জায়গা হইতে খাও, কেননা, ইহা এক প্রকারের খাদ্য। (বর্ণনাকারী ইকরাশ বলেন,) অতঃপর আমাদের সম্মুখে একখানি থালা আনা হইল। তন্মধ্যে ছিল বিভিন্ন প্রকারের খেজুর। তখন আমি কেবলমাত্র আমার সম্মুখ হইতে খাইতে লাগিলাম। আর রাসূলুল্লাহ্ (ﷺ)-এর হাত গোটা থালার মধ্যেই ঘুরিতেছিল। তখন তিনি বলিলেন, হে ইকরাশ! থালার যেই জায়গা হইতে ইচ্ছা হয় খাও, কেননা, ইহা এক প্রকারের নহে। অতঃপর আমাদের জন্য পানি আনা হইল, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) নিজের উভয় হাত ধুলেন এবং ভিজা হাত দ্বারা মুখমণ্ডল, বাহুদ্বয় ও মাথা মুছিয়া নিলেন এবং বলিলেন, হে ইকরাশ! ইহা হইল সেই খাদ্যের ওযূ যাহাকে আগুন পরিবর্তন করিয়া দিয়াছে। (অর্থাৎ, রান্না করা হইয়াছে।) —তিরমিযী
وَعَنْ عِكْرَاشِ بْنِ ذُؤَيْبٍ قَالَ: أُتِينَا بِجَفْنَةٍ كَثِيرَة من الثَّرِيدِ وَالْوَذْرِ فَخَبَطْتُ بِيَدِي فِي نَوَاحِيهَا وَأَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ بَيْنِ يَدَيْهِ فَقَبَضَ بِيَدِهِ الْيُسْرَى عَلَى يَدِيَ الْيُمْنَى ثُمَّ قَالَ: «يَا عِكْرَاشُ كُلْ مِنْ مَوْضِعٍ وَاحِدٍ فَإِنَّهُ طَعَامٌ وَاحِدٌ» . ثُمَّ أَتَيْنَا بِطَبَقٍ فِيهِ أَلْوَانُ التَّمْرِ فَجَعَلْتُ آكُلُ مِنْ بَيْنِ يَدَيَّ وَجَالَتْ يَدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الطبقِ فَقَالَ: «يَا عِكْرَاشُ كُلْ مِنْ حَيْثُ شِئْتَ فَإِنَّهُ غَيْرُ لَوْنٍ وَاحِدٍ» ثُمَّ أَتَيْنَا بِمَاءٍ فَغَسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ وَمسح بَلل كَفَّيْهِ وَجْهَهُ وَذِرَاعَيْهِ وَرَأْسَهُ وَقَالَ: «يَا عِكْرَاشُ هَذَا الْوُضُوءُ مِمَّا غَيَّرَتِ النَّارُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ

হাদীসের ব্যাখ্যা:

খাওয়ার পর হাত মুখ ধুইয়া বা মুছিয়া ফেলাকে আভিধানিক অর্থে ওযূ বলা হয়। الوذر অর্থ, হাড্ডিবিহীন গোশতের টুকরা।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪২৩৩ | মুসলিম বাংলা