মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪২৩২
দ্বিতীয় অনুচ্ছেদ
৪২৩২। সোলামী গোত্রীয় বুরের দুই পুত্র বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের কাছে আসিলেন, তখন আমরা মাখন ও খেজুর তাঁহার সম্মুখে উপস্থিত করিলাম। আসলে তিনি মাখন ও খেজুর (খাইতে) বেশী পছন্দ করিতেন। —আবু দাউদ
وَعَن ابْنيْ بُسرٍ السُّلَمِيَّين قَالَا: دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَدَّمْنَا زُبْدًا وَتَمْرًا وَكَانَ يُحِبُّ الزبدَ والتمرِ. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪২৩২ | মুসলিম বাংলা